সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪৪ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চতর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের কাজের উপযোগী করে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী’ প্রকল্পের আওতায় ২৫ আসন বিশিষ্ট AR/VR/MR ল্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে স্থাপন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টায় ল্যাবটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। এ উপলক্ষে তিনি সিনেট ভবনে বক্তৃতা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. খাদেমুল ইসলাম মোল্যা ল্যাব সম্পর্কে পরিচিতিমূলক বক্তৃতা করেন।
অন্যদের মধ্যে রুয়েটের উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম শেখ, ভিইউ’র উপাচার্য প্রফেসর মো. ওসমান গণি তালুকদার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকারসহ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক এই ধরনের ল্যাব বাংলাদেশে এটিই প্রথম।