শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:৪৮ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলার উদ্যোগে বুধবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য প্রদান করা হয়।
সভাপতি প্রফেসর আবদুল খালেক ও সাধারণ সম্পাদক প্রফেসর আবুল কাশেমের নেতৃত্বে পুষ্পার্ঘ্য প্রদানের র্যালিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর আখতার ফারুক, প্রফেসর বেল্লাল হোসেন, প্রফেসর রেজাউল করিম বাদল, প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর পি এম সফিকুল ইসলাম, প্রফেসর আনসার উদ্দীন, প্রফেসর আনিসুর রহমান, অধ্যাপক সাদিকুল সাগর, ড. বনি আদম, অধ্যাপক রাশেদ আল মাহফুজ, এম এ কুদ্দুস, ইদ্রিস আলী, হাসান ইমাম সুইট, জামসেদ হোসেন টিপু সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পার্ঘ্য প্রদান শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।