শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : ৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত একুশ সদস্য বিশিষ্ট ‘পুরষ্কার (স্বর্ণপদক, বৃত্তি, এককালিন অনুদান) সংক্রান্ত স্থায়ী কমিটি’র ৪১তম সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ৬৮ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক ও সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্রে জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর ২০১৬ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি’র উপস্থিতিতে ৬৮ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক ও সনদ প্রদান করা হবে। ৮টি অনুষদের স্নাতক (সম্মান) পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৬৪ জন শিক্ষার্থীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক ও সনদ, কলা অনুষদভুক্ত দর্শন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ৩ জন শিক্ষার্থীকে ‘ড. মমতাজ উদ্দিন আহমেদ স্বর্ণপদক ও সনদ’ এবং চিকিৎসা অনুষদের এমবিবিএস পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে ‘ডা. এ.কে. খান স্বর্ণ পদক ও সনদ’ প্রদান করা হবে। চারুকলা অনুষদ নতুন হওয়ায় ঐ অনুষদ থেকে কোন শিক্ষার্থীকে স্বর্ণপদক বা সনদ দেয়া হচ্ছে না।