শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদ ও দেশপ্রেমিক নাগরিক সৃষ্টিই আমাদের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শুক্রবার সকাল ১১টায় ৫ম বর্ষ পদার্পণ উপলক্ষে বিভাগের শিক্ষার্থীরা ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এই আনন্দ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও রাজনীতিবিদ প্রফেসর ড. আবদুল খালেক কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। শিক্ষার্থীদের সাথে আনন্দ উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. হাবিবুর রহমান, বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মোসা. ছায়িদা আকতার, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী প্রমুখ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর ও প্রক্টর ড. মো. আজিবার রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক হাফিজুর রহমান, আবদুল্লাহ সরকার, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা নাচ, গান আর আনন্দ উল্লাসে মেতে উঠে।