মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৬ পূর্বাহ্ন
হাবিপ্রবি প্রতিনিধি : হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ‘হেভেন অফ ডেসট্রাকশন’ নামে তৈরি করেছে থ্রিডি শুটিং গেমস। গেমটি তৈরী করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেভেল ৪র্থ, ১ম সেমিস্টারের ছাত্র রিংকু ও নুরুল আমিন। গেমটি অসাধারণ কিছু ফিচার নিয়ে এসেছে যেমন এই গেম এ ফিচার হিসেবে আছে লেজার শট বীম, বাস্তব অ্যানিমেশন, চমৎকার গ্রাফিক্স, ম্যাপ, স্কোরিং, হরিবল সাউন্ড। আরও অনেক কিছু যা আপনাকে অনুভব করাবে যে আপনিই বাস্তবে ওই 3D ওয়ার্ল্ড এর মধ্যে ঢুকে শত্রুর মোকাবেলা করছেন। গেমটির মূল থীম- এ্যাকশন, এ্যাকশন অ্যান্ড মোর এ্যাকশন। একটি ডেমো ভার্সন মুক্তি পেয়েছে ২৯ এপ্রিল ২০১৬।