মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫২ অপরাহ্ন
এসইউ প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর ২০১৬ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রধান কার্যালয় ধানমন্ডি ও সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে শিক্ষা মন্ত্রনালয় নির্দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ, প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি এইচ. এম. আজিমুল হক। ধানমন্ডি ক্যাম্পাসের সভায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী। সভায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচতনতা সৃষ্টি, ক্লাসের উপস্থিতি নিশ্চিতকরণ, সাংস্কৃতিক ও খেলা-ধুলার প্রতি মনোযোগ বৃদ্ধি এবং তাদের আভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ প্রদান করেন।