বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৩:৪০ পূর্বাহ্ন
সিআইইউ প্রতিনিধি : চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করেন মধ্যপ্রাচ্য ইতিহাস ও উপসাগরীয় সামুদ্রিক সীমান্ত বিষয়ে স্বীকৃত বিশেষজ্ঞ ও কৌশলবিদ এবং কাতার ইতিহাসে বিশেষজ্ঞ ড. হাবিবুর রহমান। তাঁকে সিআইইউ’র পক্ষ থেকে স্বাগত জানান উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। ড. হাবিব গবেষণা কেন্দ্র, ঐতিহাসিক আর্কাইভ, জাদুঘর এবং নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার উপর বিভিন্ন সরকারী সংস্থার কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। তিনি তাঁর বই ‘দ্য মেকিং অব দ্য গল্ফ ওয়ার’ এর জন্য ওয়াশিংটন ডিসি হতে আর্ন্তজাতিক ইতিহাস পুরস্কার পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমসাময়িক ইতিহাস এবং আর্ন্তজাতিক আইন ও সংগঠনসমূহে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব লন্ডন হতে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। সিআইইউর উপাচার্য এর সাথে পারস্পারিক মতবিনিময়কালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, তিনি সিআইইউ ফ্যাকাল্টি সদস্য ও শিক্ষার্থীদের সাথে ‘দ্য স্টোরি অব্ ওয়েল ইন দ্য গল্ফ’ শীর্ষক টক শোতে আমন্ত্রিত বিশেষজ্ঞ স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি জানিয়েছেন। সৌজন্য সাক্ষাতকালে আইন অনুষদের লেকচারার মো. বেলায়েত হোসেন গালিব, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আনজুমান বানু লিমা এবং সহকারী পরিচালক (প্রশাসন) কুমার দোয়েল দে উপস্থিত ছিলেন।