শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন
সিআইইউ প্রতিনিধি : চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গ্রীষ্মকালীন সেমিস্টার ২০১৮-এর ভর্তি পরীক্ষা আগামী ২৮ এপ্রিল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের জামালখানস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অন্তর্ভুক্ত বিবিএ ও এমবিএ কোর্স, আইন অনুষদের অন্তর্ভুক্ত এলএলবি ও এলএলএম/এলএলএম ইন হিউম্যান রাইটস্ কোর্স, লিবারেল আর্টস অনুষদের অন্তর্ভুক্ত বিএ (অনার্স) এবং এমএ ইন ইংলিশ লিটারেচার/ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং কোর্স এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), কম্পিউটার সায়েন্স (সিএস), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিই), ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীরা এতে অবতীর্ণ হবে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ও পূর্ববর্তী পাবলিক পরীক্ষাসমূহের ফলাফলের উপর ভিত্তি করেও নতুন শিক্ষার্থীদের টিউশন ফি’র ক্ষেত্রে বিভিন্ন ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স/ক্রেডিট সম্পন্ন করেছে এমন শিক্ষার্থীবৃন্দ ‘ট্রান্সফার স্টুডেন্ট’ হিসেবে সিআইইউতে ভর্তির জন্য বিবেচিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি জানিয়েছে। ভর্তি পরীক্ষার ফরম বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ফরম ডাউনলোড করে জমা দেয়া যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিভাগ (মুঠোফোন: ০১৯৪-৬৯৭৩৭৭৮) অথবা ওয়েবসাইট হতে জানা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রেশন অফিস।