মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০২:৫৫ অপরাহ্ন
সিআইইউ প্রতিনিধি : চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ইন্ডিপেনডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি) আয়োজিত প্রতিযোগিতা ‘গেইম অফ প্রেজেন্টেশন’। বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ হতে সর্বমোট ৩০ জন প্রতিযোগিদের অংশগ্রহণের মাধ্যমে সৃষ্টি হয় প্রতিযোগিতামূলক পরিবেশ। অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত বারি তুহিন, প্রভাষক সাঈদ হাসান, আমিনুল ইসলাম চৌধুরী এবং আশিকুল মাহমুদ ইরফান, প্রকৌশলী বিভাগ হতে সহকারী অধ্যাপক ড. আসিফ ইকবাল, ইংরেজী সাহিত্য হতে সহকারী অধ্যাপক সাইফুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক বাদশা মিয়া। বিচারকগণ প্রতিযোগিদের প্রেজেন্টেশনের ফর্মাল পোশাক, পাওয়ার পয়েন্ট স্লাইড, প্রেজেন্টেশন কন্টেন্ট এবং উপস্থাপনার উপর মার্কিং করেন। যথেষ্ঠ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন বিজনেস স্কুলের রাফা রায়েদা। পর্যায়ক্রমে ১ম রানারআপ হলেন ইঞ্জিনিয়ারিং স্কুলের সায়েদা সামিয়া নাসরিন এবং ২য় রানার আপ হলেন বিজনেস স্কুলের বন্নিশিখা দিয়া। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিজনেস স্কুলের মার্কেটিং বিভাগের ছাত্র মোহাম্মদ ইয়ামিন এবং সাজিদ ইরতিসাম চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্কুলের ডিন ড. নুরুল আবসার নাহিদ, ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী, প্রভাষক তামান্না জামান হোসেন এবং ইফফাত ইসরাত খান। বিজনেস স্কুলের ডিন ড. নুরুল আবসার নাহিদ তাঁর বক্তব্যের মাধ্যমে লিডারশিপের দক্ষতা বিকাশে ইন্ডিপেনডেন্ট মার্কেটিং ক্লাবটির গুরুত্ব আলোচনা করেন। অনুষ্ঠানে শেষে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রোবাকা শামশের শিক্ষাজীবনে প্রেজেন্টেশন এবং কমিনিকেশনের গুরুত্ব আরোপ করে ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহনে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে ইন্ডিপেনডেন্ট মার্কেটিং ক্লাব এর পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করেন এবং বিজয়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিল ইন্ডিপেনডেন্ট মার্কেটিং ক্লাব (আইএমসি)।