মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন
ভিইউ প্রতিনিধি : সুপ্ত প্রতিভা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ‘ব্রেইন অব বরেন্দ্র ইউনিভার্সিটি’র চূড়ান্ত পর্ব ২৯ জানুয়ারি ২০১৮ সোমবার সকাল ১০.৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগ থেকে ৯জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ‘ব্রেইন অব বরেন্দ্র ইউনিভার্সিটি’ উপাধী পান আইন ও মানবাধিকার বিভাগের ১২তম সেমিস্টারের শিক্ষার্থী মো. আব্দুল বারী। প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো. আবিদ হাসান, আতিয়া আহমেদ, ন্যাচরাল সায়েন্স বিভাগের শিক্ষক ড. সুলতানা রাজিয়া ও ইইই বিভাগের শিক্ষক রিজওয়ানা সুলতানা। প্রতিযোগিতাটির প্রধান সমন্বয়ক এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক কানিজ হাবিবা রুপা।
‘ব্রেইন অব বরেন্দ্র ইউনিভার্সিটি’ খেতাব বিজয়ী মো. আব্দুল বারী সহ সকল প্রতিযোগির হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, এ.কে.এম. কামরুজ্জামান খান, (সেক্রেটারি জেনারেল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট), মোহাম্মদ আলী দ্বীন (সদস্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট) এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।