শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৪:০০ পূর্বাহ্ন
সত্য—সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন
ওরে আমার মন।
সত্য বল সুপথে চল
ওরে আমার মন।
খরিদ্দার মহাজন যে জন
বাটখারাতে কম–
তারে কসুর করবে যম।
গদিয়ান মহাজন যে জন
বসে কেনে প্রেমরতন
সে জন— বসে কেনে প্রেমরতন।
পরের দ্রব্য পরের নারি
হরণ করো না
পারে যেতে পারবে না।
যত বার করিবে হরণ
তত বার হবে জনম।
লালন ফকির— আসলে মিথ্যে
ঘুরে বেরায় তীর্থে তীর্থে।
সই হল না এক মন দিতে
আসলে তে পল কম।
সত্য—সুপথ না চিনিলে
পাবিনে মানুষের দরশন
ওরে আমার মন।