বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:১৬ অপরাহ্ন
রাক প্রতিনিধি : রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক ড. মোঃ রবিউল আলম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে পদক পেয়েছেন। ২৮ মে ২০১৬ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৮৯ জনের মধ্যে ২৭ জনের হাতে পদক তুলে দেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বাকি ৬২ জনের হাতে পদক তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ড. মোঃ রবিউল আলম ১৯৬৫ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পশ্চিম মির্জাপুর গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর শহরে চলে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক, ১৯৮৯ সালে স্নাতকোত্তর, ২০০০ সালে এম.ফিল এবং ২০০৬ সালে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। ১৬তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৯৬ সালে প্রভাষক পদে ফেণী সরকারী কলেজে যোগদান করেন এবং ২০০৯ সাল থেকে তিনি রাজশাহী কলেজে প্রাণিবিদ্যা বিভাগে কর্মরত রয়েছেন।