শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১, ১১:০৬ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : শের-ই-বাংলা খ্যাত এ কে ফজলুল হকের ম্যুরাল প্রতিকৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ফজলুল হল প্রাঙ্গণে ৫ এপ্রিল বুধবার বিকেলে ৬টায় সদ্য নির্মিত প্রতিকৃতি উন্মোচন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, হল প্রাধ্যক্ষ প্রফেসর মোস্তফা তারিকুল আহসান প্রমুখ। রাবি চারুকলা বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী শিল্পী বিপ্লব দত্ত এই প্রতিকৃতি নির্মাণ করেন। পরে হলের শহীদ মোহাম্মদ আলী খান মিলনায়তনে এক অনুষ্ঠানে হলের কৃতী শিক্ষার্থীদের পদক এবং আন্তঃকক্ষ ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।