বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৫৫ অপরাহ্ন
এসইউবি প্রতিনিধি : স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের আয়োজনে ৬ ফেব্রুয়ারি ২০১৮ দিনব্যাপী ‘শুদ্ধ উচ্চারণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও আবৃত্তিকার মোঃ আশরাফুল আলম এবং বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সাহিত্য ফোরামের কনভেনর মোকারম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. এন. এম. আরিফুর রহমান। নিয়মিতভাবে সাহিত্য ফোরাম এ ধরনের আয়োজন করবে বলে জানান ফোরামের প্রেসিডেন্ট পুলক বিহারী দত্ত।