বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪৭ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : জাতীয় চার নেতার অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ এএইচএম কামারুজ্জামানের স্ত্রী ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনের জননী জাহানারা জামান (৮৪) সোমবার রাত ১২:৩০ মিনিটে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার গুলশানের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। জাহানারা জামানের মৃত্যুতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক সুদূর সৌদি আরবের মক্কা নগরী থেকে গভীর শোক প্রকাশ করেছেন। এই মহীয়সী নারী মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সকলের শ্রদ্ধা ও ভালোবাসার শিখরে অবস্থান করেছেন- করবেন অনন্তকাল। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে জাহানারা জামানের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।