শুক্রবার, ২৭ মে ২০২২, ১২:৫১ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : রোহিঙ্গা সংকট নিয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিএর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজশাহী নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ প্রতিযোগিতর আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বক্তৃতা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক। ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা ও বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুল্লাহ্র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ওয়াজেদ আলী। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল-মামুন, ২য় হন আফরোজা আক্তার টুম্পা এবং তৃতীয় স্থান অধিকার করেন মো. বাবুল হোসেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক স্বপ্না খাতুন এর সঞ্চালনায় প্রভাষক মঞ্জুরুল ইসলাম, আফরোজা আখতার এ্যানি এবং বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।