শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৩:৪৪ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর ২০১৭ বুধবার রাজশাহী নগরীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধনে ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কবি ও কথাসাহিত্যিক নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক। এসময় তিনি ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন ও হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। যেভাবে নিরীহ শিশু, কিশোর, নারী-বৃদ্ধদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে তা কেউ মেনে নিতে পারে না। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বিশ্ববিবেক জাগ্রত হোক। জয় হোক মানবতার। অবিলম্বে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের সে দেশের নাগরিক স্বীকৃতি দিয়ে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানান।’ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক বলেন, রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের ফলে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে দেশে ১০ লাখের উপর রোহিঙ্গা অবস্থান করছে। বিশ্বের অনেক দেশ আছে যেখানে তাদের মোট জনগোষ্ঠী ১২ লাখের বেশি নয়। সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে রোহিঙ্গাদের কারণে অতিরিক্ত চাপ পড়বে। তাই অবিলম্বে এই সংকট সমাধানের উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি। ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, শিক্ষার্থী গোলাম মোস্তফা রনি প্রমুখ। অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।