মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৭ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটির ব্যবসায় অনুষদের অন্তর্ভুক্ত মার্কেটিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন ড. রোবাকা শামশের। তিনি ২০০৬ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগদানের মাধ্যমে তাঁর শিক্ষকতার শুরু হয়। পরবর্র্তীতে ২০০৭ সালে চট্টগ্রামস্থ ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশে (আইইউবি) প্রভাষক হিসাবে তিনি যোগদান করেন। ২০১৩ সালে তিনি চিটাগং ইন্ডিপেডেন্ট ইউনির্ভাসিটির ব্যবসায় অনুষদের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ড. রোবাকা শামশের ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অন্তর্গত মার্কেটিং বিভাগের অধীনে ‘কন্জিউমার বিহ্যাভিয়ার ও রিটেল মার্কেটিং’ এর উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে ড. রোবাকা শামশের ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে বিবিএ এবং ২০০৫ সালে একই বিভাগের অধীনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ১২ বছর অধ্যাপনা পেশায় নিয়োজিত ড. রোবাকা দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে কন্জিউমার বিহ্যাভিয়র, ক্নজিউমার পারসেপসন, বিপনন ব্যবস্থাপনা, ক্রেতা সন্তুষ্টি, ব্রান্ডিং, রিলেশানশিপ মার্কেটিং ও রিটেইলিং প্রভৃতি বিষয়ে প্রায় ২৪টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি ড. রোবাকা সিআইইউ সাংস্কৃতিক ক্লাব গঠন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি সাংস্কৃতিক কমিটির কনভেনার এবং সাংস্কৃতিক ক্লাবের প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সিআইইউ মার্কেটিং ক্লাবের ফ্যাকাল্টি প্রধান হিসেবে নিয়োজিত রয়েছেন।