রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫৮ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১ জানুয়ারি দুপুরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুল আলীম, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী, কর্মকর্তা সমিতির আহ্ববায়ক ড. মো. আজিজুল ইসলাম এবং প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির আহ্বায়ক কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। এরপর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপত বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক।