রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:১৬ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল অনুষদের ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শামীমুর রহমান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুয়েট আইন ২০০৩-এর ২৩(৫) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোঃ শামীমুর রহমানকে আগামী দুই বছরের জন্য যন্ত্রকৌশল অনুষদের ডীন হিসেবে নিয়োগ দেয়। তিনি আজ শনিবার সকালে ডীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁকে বিভিন্ন শিক্ষক এবং শিক্ষার্থীগন ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ শামীমুর রহমান ১৯৯৯ সালে যন্ত্রকৌশল বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন হলের সহকারী প্রভোষ্ট, প্রভোষ্ট, পরিচালক (ছাত্র-কল্যাণ) হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) হিসাবে দায়িত্বরত আছেন।