শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৯ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ ১৮ মে ২০১৬ বুধবার বিকেলে “টেকসই অবকাঠামো : প্রয়োজনীয়তা ও উপযোগিতা” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুস সোবহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের প্রধান ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে Design, Construction & Maintenance of Bridges in Bangladesh: In Past, Present & Future এবং Strengthening of Bridges & Building বিষয়ক দুটি সেশন অনুষ্ঠিত হয়। মূখ্য আলোচক হিসেবে সেশন দুটি পরিচালনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ. এফ. এম. সাইফুল আমিন। মূল সেশন শেষে উন্মুক্ত আলোচনা পর্বে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীগণ অংশ নেন। আনোয়ার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সার্বিক সহায়তায় আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল। সেমিনারে রুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ ছাড়াও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন।