বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:২২ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের নিমিত্তে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ‘জাতীয় শোক দিবস’ ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে পালনের নিমিত্তে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী, উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) সিদ্ধার্থ শংকর শাহা, উপ-পরিচালক (গণসংযোগ) মো. গোলাম মুরতুজা, কর্মকর্তা সমিতির সভাপতি মো. শাহনেওয়াজ সরকার সেডু ও কর্মচারী সমিতির সভাপতি মো. মুরাদ আলী। এই সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও কালো পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিকভবন থেকে শোক র্যালী, ৯.৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বৃক্ষরোপন, ৯.৫০ মিনিটে কেন্দ্রীয় শারিরীক চর্চাকেন্দ্রে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১০ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া রুয়েট শিক্ষার্থীদের জন্য ‘একুশ শতকের বাংলাদেশ ও বঙ্গবন্ধুর দর্শন’ শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে রচনা লিখে তা আগামী ১৩ আগষ্টের মধ্যে ছাত্রকল্যান পরিচালকের দপ্তরে জমা দিতে হবে।