সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৪ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ দিবস। সকাল সাড়ে ১০ টায় সিএসই একাডেমিক ভবন থেকে বর্ণাঢ্য র্যালী বের করার মধ্যে দিয়ে এই দিবস পালনের কর্মসূচি শুরু হয়। র্যালিটির নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। র্যালীটি রুয়েট ক্যাম্পাস ছাড়াও রাজশাহী-ঢাকা সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে প্রশাসনিক ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। এসময়ে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনেকশন টেকনোলজি (আইআইসিটি) এর পরিচালক প্রফেসর ড. মো. শহীদ উজ জামান ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপূল সংখ্যক শিক্ষার্থী। এছাড়া এই দিবসটি উপলক্ষে ‘আমার দেখা ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যাতে রুয়েটের শিক্ষার্থীগণ অংশ নিয়েছে।