রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৪ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : হলি আর্টিজান রেস্টুরেন্ট এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ আগস্ট ২০১৬ সকালে জঙ্গিবাদবিরোধী র্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের নেতৃত্বে রুয়েট প্রশাসনিক ভবন থেকে জঙ্গিবাদবিরোধী এক বিশাল র্যালী শুরু হয়। র্যালীটি রুয়েট ক্যাম্পাস ছাড়াও রাজশাহী-ঢাকা সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে রাজশাহী-ঢাকা সড়কে আয়োজন করা হয় মানববন্ধন। রুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে র্যালী ও মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জঙ্গিবাদবিরোধী সমাবেশ আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ, ছাত্রকল্যাণ পরিচালক এন এইচ এম কামরুজ্জামান সরকার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী, কর্মকর্তা সমিতির সভাপতি শাহনেওয়াজ সরকার সেডু ও কর্মচারী সমিতির সভাপতি মোঃ মুরাদ আলী।