শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
রুয়েট প্রতিনিধি : প্রায় ৫২ বছর পর গৃহ নির্মাণের জন্য কর্পোরেট ও দীর্ঘমেয়াদী ঋণ পেতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ঋণ প্রদানের জন্য সম্প্রতি রুয়েটে গঠিত হয়েছে “কর্পোরেট লোন প্রদান কমিটি”। রুয়েট ও রূপালী ব্যাংক রুয়েট শাখার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কর্পোরেট লোন তহবিলে ইতিমধ্যে ৬০ কোটি টাকা বরাদ্দের চুক্তিও সম্পাদন হয়ে গেছে। এ মাস থেকে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্পোরেট লোন পাওয়া শুরু করবে। যার ফলে রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হতে যাচ্ছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রুয়েটে স্থায়ী চাকুরীর মেয়াদ ৫ বছর হয়েছে এমন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গৃহনির্মাণ বাবদ ঋণ নিতে পারবে। চাকুরীর মেয়াদ ভেদে ষষ্ঠ থেকে প্রথম গ্রেডের শিক্ষক ও কর্মকর্তারা সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা, সপ্তম থেকে দশম গ্রেডের শিক্ষক ও কর্মকর্তারা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা, ১১তম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবে। ১১% হারে সুদে এই ঋণ গ্রহীতরা ১৫ বছরে বা ১৮০ কিস্তিতে পরিশোধ করার সুবিধা পাবে। উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ রুয়েটে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘমেয়াদী কর্পোরেট লোন প্রদান করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য রূপালী ব্যাংকে ধন্যবাদ জানান। তবে তিনি এই কর্পোরেট লোনের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জন্য রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ করেন।