সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১২ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে “কম্পিউটার নেটওয়ার্কিং” বিষয়ক স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বেগ বলেন, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে রুয়েটের সকল কর্মচারী, কর্মকর্তা এবং শিক্ষকদের তথ্যপ্রযুক্তি বিষয়ক সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, রুয়েটকে দেশের উত্তরাঞ্চলে ডিজিটালাইজ প্রক্রিয়াকে এগিয়ে নিতে নেতৃত্ব দিতে হবে। আর নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এখানকার কর্মচারি, কর্মকর্তা ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ প্রফেসর ড. মোঃ বশির আহমেদ। সঞ্চালনা করেন প্রোগ্রামার মোঃ এমদাদুল হক। মাসব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে রুয়েটের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ১৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নিচ্ছেন। কোর্স পরিচালনা করছেন কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ প্রফেসর ড. মোঃ বশির আহমেদ, সিনিয়র সিষ্টেম এ্যানালিষ্ট বিমোলেন্দু সরকার, সিষ্টেম এ্যানালিষ্ট মোস্তফা কামাল ও প্রোগ্রামার মোঃ এমদাদুল হক। এই প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কমর্চারীগণ নিজ নিজ বিভাগ ও দপ্তরে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উন্নয়ন এবং উদ্ভুত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন এই প্রশিক্ষণ কোর্সের সমম্বয়কারী ও কন্দ্রীয় কম্পিউটার সেন্টারের ইনচার্জ প্রফেসর ড. মোঃ বশির আহমেদ।