শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৫:১৬ পূর্বাহ্ন
রুয়েট প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে, এই মর্মে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি গত ১৪ জুন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিকট প্রেরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি শিঘ্রই বিভিন্ন পত্রিকায় এবং রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে। কিন্তু বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় রুয়েটের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনেক পুরাতন তথ্য সম্বিলিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এরফলে ভর্তিকাচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এবং তা রুয়েটের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার মত একটি অতি গুরুত্বপূর্ণ জনস্বার্থযুক্ত বিষয়ে পুরাতন তথ্য সম্বিলিত সংবাদ প্রকাশ করায় রুয়েট কর্তৃপক্ষ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং পরবর্তীতে সঠিত তথ্য সম্বিলিত সংবাদ প্রকাশ করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।