শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
রুয়েট প্রেস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকান্ডের প্রতিবাদে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রুয়েটের শিক্ষকরা আজ সোমবার কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রুয়েটের সকল বিভাগের শিক্ষকগণ সোমবার সকাল থেকেই কালো ব্যাচ ধারণ করেন। এছাড়া শিক্ষকগণ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতী পালন করেন। এসময়ে শিক্ষকরা সকল প্রকার ক্লাশ ও একাডেমিক কর্মকান্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। দুপুর ১ টায় পুরতন শহীদ মিনার চত্বরে শিক্ষক সমিতির উদ্যোকে শিক্ষকরা অবস্থান ধর্মঘট পালন করেন। রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর নীরেন্দ্র নাথ মুস্তাফী এবং সাধারণ সম্পাদক ও পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) প্রফেসর ড. মোঃ আব্দুল আলীমের নেতৃত্বে বিপূল সংখ্যক শিক্ষক এই অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করেন।