রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৮ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ সংগঠনটি রাবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মর্ত্তুজা খালেদকে সভাপতি ও ফিশারীজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এস.এম সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’র মহাসচিব মুক্তিযোদ্ধা হারুন হাবীব, যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ দলিল উদ্দিন আহমদ প্রমুখ। সংগঠনটির মাধ্যমে বর্তমান তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবে বলেও মুক্তিযোদ্ধারা আশা ব্যক্ত করেন। বর্তমানে জঙ্গি তৎপরতা সম্পর্কে মুক্তিযোদ্ধারা বলেন, জঙ্গিরা তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুক অথবা জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবো। এছাড়াও অনুষ্ঠানে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’র রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল ও নবগঠিত কমিটির নির্বাহী সদস্য-২ বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাহিদা ইসলাম শিমু।