সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:০৭ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের বার্ষিক নাট্যসপ্তাহ-২০১৭ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। চার দিনব্যাপী এই নাট্যানুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। সেখানে অন্যান্যের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, বিভাগের সভাপতি ড. মো. আতাউর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় সিরাজী ভবনে বিভাগের থিয়েটার ল্যাবে অমিতাভ কান্তি শুভ’র নির্দেশনায় ইউজিন ইয়োনেস্কোর দ্যা লেস্ন নাটকটি মঞ্চস্থ হয়। এতে অভিনয়ে ছিল বিভাগের শিক্ষার্থী হৃদয় আল মিরু, আয়েশা আক্তার সমাপ্তি, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। প্রসঙ্গত নাট্যকলা বিভাগের এমপিএ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ হিসেবে তাদের নির্দেশনা-প্রযোজনায় এ বছরের নাট্যসপ্তাহে অপর তিনটি মঞ্চায়ন ছিল জাকিরুল ইসলামের নির্দেশনায় মহারাজ, স্বপ্না রানী বাইনের নির্দেশনায় এ নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট ও সুষ্মিত রায় বিভাসের নির্দেশনায় ওয়েটিং ফর গডো।