সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৩ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অগণতান্ত্রিক চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। ১০ আগস্ট ২০১৬ সাড়ে ১১টার দিকে তাদের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি শাখার সভাপতি মিনহাজুল আবেদিন, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, সাধারণ সম্পাদক তামাশ্রী দাস, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দ্বীলিপ রায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ।