রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:২৩ পূর্বাহ্ন
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন ক্যাটাগরির সিন্ডিকেট সদস্য নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থী অধ্যাপক আখতার ফারুক জয়ী হয়েছেন। ১৩ জুন ২০১৬ বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মু. এন্তাজুল হক ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। অধ্যাপক এন্তাজুল হক জানান, নির্বাচনের আওয়ামীপন্থিদের হলুদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে অধ্যাপক আখতার ফারুক ৪৯২ ভোট পেয়ে ৭৪ ভোটে জয়ী হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থি সাদা প্যানেলের অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী ৪১৮ ভোট পান। এর আগে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।