শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন
ভার্সিটি ডেস্ক : রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘সিল্কসিটি নিউজ ২৪ ডটকম’-এর সম্পাদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে ১০ আগস্ট ২০১৬ রাজশাহী আদালতে মানহানি মামলা দায়ের করেন রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী। এতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন আরইউজে নেতৃবৃন্দ। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানী করার চেষ্টা কাম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করেন। একই সঙ্গে সাংবাদিক রফিকুল ইসলামকে হয়রানি না করার আহ্বান জানান।