শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন
আ্ইইউবিএটি প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির সাবেক কোষাধ্যক্ষ ও বোর্ড অব গভর্নরস এর সদস্য মুক্তিযোদ্ধা কর্ণেল মোহাম্মদ সফিক উল্লাহ, বীর প্রতীক এর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। কর্ণেল (অবঃ) মোঃ সফিক উল্লাহ ৩১শে মার্চ ২০০৮ সালে মৃত্যু বরণ করেন। আইইউবিএটি তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করে। আলোচনায় বক্তাব্য রাখেন তাঁর একমাত্র সন্তান ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লেঃ কর্ণেল সাইফ উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ব্র্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), রেজিস্ট্রার প্রফেসর ড এম এ জব্বার, অধ্যাপক এম এ মতিন এবং ডেপুটি রেজিস্ট্রার জনাব এম রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ার, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।