মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৫:০০ পূর্বাহ্ন
সাদা মনের মানুষ। পৃথিবীতে এ ধরনের অনেক মানুষ আছে যাঁরা আমাদের সামনে সবসময় ঘুরে বেড়ায় অথচ তাঁদেরকে আমরা চিনতে পারি না। আমি ঠিক এমন একজন মানুষের কথাই বলছি। যিনি কখনো নিজের গৌরবের কথা কাউকে বলেন না। এক সময়ের রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয় বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আমাদের কাছের মানুষ জনাব এম. এ. কাইউম। তিনি যে এতো বড় একটা প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন কখনো তা আমাদেরকে বলেন নি। আজ ২০ ডিসেম্বর ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলার ৪০ বছর। এ উপলক্ষে চারুকলা অনুষদ এক মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানের শ্লোগান ছিল- ‘মিলবো সবে প্রাণোৎসবে’ চারুকলার চল্লিশ বছর।
প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক এবং রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক প্রফেসর হাসান আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া, রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক শিল্পী তরুণ ঘোষ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এ. কাইউম। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।