শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫২ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : মহান শিক্ষক দিবস উপলক্ষে শনিবার (১৮ ফেব্রুয়রি) সকাল ৯.০০ টায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক ড. জোহার ত্যাগ সম্পর্কে ব্যক্তিগত স্মৃতিস্মারণ করেন। তিনি দিবসের তাৎপর্য তুলে ধরে এই দিনকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার (অনারারি) প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহম্মদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, আইন অনুষদের ডিন প্রফেসর এম. হাবিবুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর ড. আজিবার রহমান, সহকারি প্রক্টর আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকতা-কর্মচারীবৃন্দ।