শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১১:২৬ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি:
ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস বরুণ কুমার চক্রবর্তী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১৬ এপ্রিল, ২০১৬ শনিবার দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টিস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাপানের মানবতাবাদী লেখক ও লালন গবেষক নাওমী ওয়াতানাবে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ এর চেয়ারম্যান ড. রতন সিদ্দিকী, ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুমহান চক্রবর্তী প্রমুখ। সাক্ষাৎকালে এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক অধ্যাপক এমিরেটাস বরুণ কুমার চক্রবর্তীকে নিজের লেখা বই ‘অমিয় আনন্দ ধ্বনি’ এবং ‘ড. জোহা ও আমি’ বই দুটি উপহার দেন। অতিথিবৃন্দকে উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঘুরে দেখান। এর আগে অধ্যাপক এমিরেটাস বরুণ কুমার চক্রবর্তী এবং অতিথিবৃন্দ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও ফোকলোর অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীতে আসেন।