শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০২:৫৩ পূর্বাহ্ন
বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ১৯ থেকে ২৭ জুন ২০১৬ পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্রে জানা, চলতি মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয় আগামী ১৯ থেকে ২৭ জুন ২০১৬ অ্যাকাডেমিক এবং ২০ থেকে ২৬ জুন ২০১৬ প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দুটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ মুখতার ইলাহী এবং মেয়েদের হল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খোলা থাকবে বলে জানিয়েছেন স্ব স্ব হলের প্রভোস্টগণ। ২৭ জুন ২০১৬ বিশ্ববিদ্যালয় খুলে ৩ থেকে ১৪ জুলাই ২০১৬ পর্যন্ত শব-ই-কদর এবং ঈদ-উল-ফিতরের ছুটি ঘোষণা করা হবে।