রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪৮ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্রথম নারী উপাচার্য প্রফেসর ড. খালেদা একরাম ২৩ মে ২০১৬ দিবাগত রাতে থাইল্যান্ডে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ ২৫ মে ২০১৬ এক শোক বার্তায় প্রফেসর ড. খালেদা একরামের মৃত্যুতে বলেন, তাঁর মৃত্যুতে বাঙ্গালী জাতি একজন খ্যাতিমান স্থপতি ও প্রকৌশল শিক্ষাবিদ হারালো। বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে তাঁর অপরিসীম অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। শোক বার্তায় উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ রুয়েট পরিবারের পক্ষ থেকে মরহুমা প্রফেসর ড. খালেদা একরামের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।