শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৯ পূর্বাহ্ন
সিআইইউ প্রতিনিধি : চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ভিত্তিক ক্লাব ‘সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (এসডব্লিউএস)’ এবং ব্লুম চিটাগং এর যৌথ উদ্যোগে বিশ্ব ডাউন সিনড্রম দিবস পালিত হয়েছে। ‘হোয়াট আই ব্রিংগ টু মাই কমিউনিটি’ শ্লোগানের মধ্য দিয়ে ডাউন সিনড্রম শিশুদের জন্য দিবসটি পালিত হয়। আশার আলো ও প্রয়াস চট্টগ্রাম সেনানিবাসের বিশেষ শিশুরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ডাউন সিনড্রম শিশুরা চিত্রাঙ্কন ও পিলো পাসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআইইউর ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আইয়ুব ইসলাম, ফিয়ালকার আলা ইমরান, ফ্লোবেল প্লে স্কুল এর প্রধান শিক্ষিকা সংগীতা চৌধুরী ও শিক্ষক সাহাদ পারভেজ, বিস্তার এর পরিচালক আলম খোরশেদ এবং বিএসআরএম এর রুহী এম আহম্মেদ।
ডাউন সিনড্রমটা আসলে কি বা কেন হয় ? ডাউন সিনড্রম হলো এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার। শারীরিক বৃদ্ধির সঙ্গে এর সরাসরি যোগ রয়েছে। এছাড়াও বুদ্ধিমত্তার বিকাশও বাধাগ্রস্থ হয়। ক্রোমোজোমের অস্বাভাবিকতার ফলে এই সিনড্রম দেখা দেয়। এতে আক্রান্ত প্রাপ্ত বয়স্কর বুদ্ধিমত্তার মাত্রা ৫০ এর কাছাকাছি হয় যা একটি ৮-৯ বছরের শিশুর বুদ্ধিমত্তার সমান। এই রোগের কোন চিকিৎসা নেই, আক্রান্তদের শিক্ষিত করা ও যত্ন নেওয়ার মাধ্যমে সুস্থ রাখা যায়।