শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৪১ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের ফল-২০১৭ সেমিস্টারের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১৯ জানুয়ারি শুক্রবার ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, রাবি’র মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. গোলাম রাব্বানী মন্ডল, প্রফেসর ড. ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেজারার ও ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক।
প্রধান অতিথি প্রফেসর ড. আবদুল খালেক বলেন- এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে তাঁরা সাক্ষরতার অবদান রাখছেন। বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে কাজ করবেন। জ্ঞানের আলো ছড়াবেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আনওয়ারুল কামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, শিক্ষক আব্দুল কুদ্দুস। এসময় শিক্ষক নাইমা রহমান, ইদ্রিস আলী, অনুসয়া সরকার, হোসেন আলী, মোখলেছুর রহমান পলাশ, সাজু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস লিজা, এমবিএ প্রোগ্রামের কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনআরবি ব্যাংক, মাওলা ইন্টারপ্রাইজ এবং সমাজসেবক-শিক্ষানুরাগী আজিজুল আলম বেল্টু।