শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) তে সম্প্রতি (বুধবার বিকাল, ১১ জুলাই, ২০১৮) ’সামার সেমিস্টার ২০১৮’ এর আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীন বরণ বিশ্ববিদ্যালয়ের রূপনগর, ঢাকাস্থ স্থায়ী ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে বিবিএ, ইংরেজি, অর্থনীতি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইইই এবং আইন বিভাগের নতুন ও পুরাতন শিক্ষার্থীরা। এসময় বিভাগীয় চেয়ারম্যানবৃন্দসহ শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, উচ্চশিক্ষালাভের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে শিক্ষার্থীদের। তিনি এও বলেন যে বিইউবিটির শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সজাগ থাকতে হবে।
এছাড়া দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ট্রেজারার অধ্যাপক মো. এনায়েত হোসেন মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রক্টর মিঞা লুৎফার রহমান। সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক। আরো বক্তব্য রাখেন প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুবাইয়্যাৎ চৌধুরী; বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসেন এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ। একই অনুষ্ঠানে সম্প্রতি (২ জুলাই, ২০১৮) বাস চাপায় নিহত বিইউবিটির শিক্ষার্থী মাসুদ রানার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ বি এম বদরুদ্দোজা মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি’র প্রভাষক আশরাফুল আলম রনি।