শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:০৮ পূর্বাহ্ন
বিইউবিটি প্রতিনিধি : বিপুল সংখ্যক অ্যালামনাই সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি অ্যালামনাই এসোসিয়েশন ২০ এপ্রিল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অ্যালামনাই কার্নিভাল-২০১৮ উদযাপন করেছে। কার্নিভালের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রফেসর মো. আবু সালেহ। এসময় তিনি কেক কেটে বিইউবিটি অ্যালামনাই এসোসিয়েশনের (বিইউবিটিএএ) ওয়েবসাইট এবং প্রথম স্যুভেনির ‘স্মরণিকা’ এর মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মিঞা লুৎফার রহমান ও ড. মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব মো. আজমল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি জনাব আশরাফুল ইসলাম চৌধুরী। সন্ধ্যায় খেলাধুলা, র্যাফেল ড্র এবং বিইউবিটি কালচারাল ক্লাবের সহযোগিতায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।