বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:২৪ অপরাহ্ন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা ২০১৫ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বাউবি’র সকল স্টাডি সেন্টারে এবং অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের exam.bou.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক অপারেটর থেকে ২৭০০ এবং অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ এ পাঠাতে হবে।