মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০২:১১ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : বাঙালির ঐতিহ্য হাতপাখা, হাতি, কুলাসহ বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করেছে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্ণিল শোভাযাত্রাটি আলুপট্টি মোড় থেকে শুরু করে নগরীর সাহেব বাজার, সোনাদিঘির মোড় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু চত্বরে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক ও কবি অধ্যাপিকা রাশেদা খালেক। এসময় তিনি বলেন, পহেলা বৈশাখ হাজার বছরের সংস্কৃতিকে ধরে আছে। কাল, সত্ত্বা, অনুভব, অনুভুতি দিয়ে একে আমরা ধারণ করব, বরণ করব। বৈশাখ সন্ত্রাসমুক্ত সমাজ জীবনে নানা আঙ্গিকে নানা উৎসবে পালিত হোক। সব অশুভ ও অসন্দুরকে পিছনে ফেলে এগিয়ে যাক এই প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট ও গবেষক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতি উৎসব আয়োজনে আবহমান সংস্কৃতির চেতনায় হৃদ্ধ বাঙালিরা পাকিস্তানীদের কাছে হার মানে নি। পাকিস্তানিরা বাংলা ভাষা, বঙ্গবন্ধু, শহীদ মিনারকে ভয় পেয়ে তা ভেঙ্গে দিয়েছে। তিনি এ নববর্ষকে অত্যন্ত সততার সাথে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু চত্বরে বর্ষবরণ উপলক্ষে পান্তা-ইলিশসহ হরেক রকম বাঙালি খাবার নিয়ে বৈশাখী স্টল সাজান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, প্রফেসর আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর, প্রক্টর, সহকারী প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গম্ভীরা, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ড. নাসরিন লুবনা ও হাসান ঈমাম সুইট।