রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ন
বাংলাদেশ লেখিকা সংঘ রাজশাহীর উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। ৫ জুন ২০১৬ বিকেল ৫টায় রাজশাহী নগরীর আলুপট্টিস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক। অনুষ্ঠানে নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়। আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন অধ্যাপিকা রাশেদা খালেক, ড. সুলতানা নাজনীন, প্রফেসর সাইদা বেগম, সুস্মিতা রানী দাস, ড. নূরে এলিস, জাহানারা বেগম মনি, মনোয়ারা বেগম, হামিদা হক, মাহবুবা ইসলাম, ড. রুমী শায়লা শারমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হামিদা হক। নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার অনুসারি বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে বাংলাদেশ লেখিকা সংঘের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। তাঁর প্রয়াণে বিদেহী আতœার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।