শুক্রবার, ২৭ মে ২০২২, ১২:২৯ পূর্বাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ ব্যানার ও বিভিন্ন ফেস্টুনসহ শোভাযাত্রার আয়োজন করেছে। উৎসবমুখর পরিবেশে বেলা ১১টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত এই শোভাযাত্রা চলে বিশ্ববিদ্যালয়টির ঢাকার উত্তরাস্থ স্থায়ী ক্যাম্পাসের সামনে। উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। এছাড়া উপ-উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোঃ জাহিদ হোসেন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ জব্বার সহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।