রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২১ পূর্বাহ্ন
১[(২) নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের অফিসিয়াল বাসভবনে ‘পতাকা’ উত্তোলন করা হইবে: (ক) রাষ্ট্রপতি; (খ) প্রধানমন্ত্রী; (গ) জাতীয় সংসদের স্পীকার; (ঘ) বাংলাদেশের প্রধান বিচারপতি; (ঙ) মন্ত্রীবর্গ; (চ) চীফ হুইপ; (ছ) জাতীয় সংসদের ডেপুটি স্পীকার; (জ) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা; (ঝ) মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ; (ঞ) প্রতিমন্ত্রীবর্গ; (ট) প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ; (ঠ) উপমন্ত্রীবর্গ; (ড) উপমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ; (ঢ) বিদেশে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক /কনস্যুলার /মিশনসমূহের প্রধানগণ; (ণ) রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যানগণ। (৩) রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাঁহাদের মোটরযান, জলযান এবং উড়োজাহাজে ‘বাংলাদেশের পতাকা’ উত্তোলন করিবার অধিকারী হইবেন। (৪) নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ তাঁহাদের মোটর গাড়ী ও জলযানে ‘বাংলাদেশের পতাকা’ উত্তোলন করিবার অধিকারী হইবেন : (ক) জাতীয় সংসদের স্পীকার; (খ) বাংলাদেশের প্রধান বিচারপতি; (গ) মন্ত্রীবর্গ; (ঘ) চীফ হুইপ; (ঙ) জাতীয় সংসদের ডেপুটি স্পীকার; (চ) জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা; (ছ) মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ; (জ) বিদেশে অবস্থিত বাংলাদেশ কূটনৈতিক/কনস্যুলার/ মিশনসমূহের প্রধানগণ। (৫) প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ, উপমন্ত্রী এবং উপমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ রাজধানীর বাহিরে দেশের অভ্যন্তরে অথবা বিদেশে ভ্রমণকালীন সময়ে তাঁহাদের মোটরযান এবং জলযানে ‘বাংলাদেশের পতাকা’ উত্তোলনের অধিকারী হইবেন।