শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৪ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার রাজশাহী মহানগরীর বিশ্ববিদ্যালয়ের আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে বসন্ত বরণ উৎসব ও উদ্যোক্তা মেলার আয়োজন করেন শিক্ষার্থীরা। নারীনেত্রী, কবি ও কথাসাহিত্যিক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক, উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক ও ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন। বসন্তকে বরণ উপলক্ষে সেখানে শিক্ষার্থীরা হরেক রকমের পিঠা, সূতোর গয়না, বুটিক, বাঙালি ফ্যাশন পোষাক, হস্তশিল্প, নানা জাতের ফুলসহ বিভিন্ন স্টল দেন। দিনব্যাপী শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রাঙ্গণে বসন্ত উৎসবে মেতে ছিলেন।