শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১১:২২ অপরাহ্ন
ভিইউ প্রতিনিধি : রাজশাহীতে অবিস্থত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় পাঁচটি সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। বিভাগের শিক্ষক আমিনুল ইসলামের নেতৃত্বে ষষ্ঠ ও নবম সেমিস্টারের ২৫জন শিক্ষার্থীর একটি দল গত ৯ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধারা এলাকায় অবস্থিত অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪.কম, ইংরেজি দৈনিক ডেইলি সান, বাংলা দৈনিক যুগান্তর, টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন লিমিটেড ও এফএম রেডিও চ্যানেল রেডিও ক্যাপিটাল-এর বিভিন্ন স্তরের কার্যক্রম প্রত্যক্ষ করে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় সাংবাদিকগণ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ড ঘুরিয়ে দেখান এবং কাজের বাস্তব ধরন সম্পর্কে ধারণা দেন। ফলে শিক্ষার্থীরা সংবাদ কক্ষে কাজের সংস্কৃতি, গণমাধ্যম প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ড এবং পেশাদার সাংবাদিকদের পেশাগত কাজের ধরন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। পাঠ্যক্রমের অংশ হিসেবেই এই বিভাগ প্রচলিত শ্রেণিকক্ষের আলোচনার বাইরে এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনের আয়োজন করে থাকে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারি পরিচালকের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ সংবাদ জানা যায়।